মানুষের কল্যাণে যে ধর্ম সেই সত্যযুগে পৃথিবীতে এসেছিল সপ্ত মুনির হাত ধরে সেই ধর্মের বিশ্বাস ও ঐক্য আজ বিলুপ্তির পথে। বর্তমান পৃথিবীর পরিস্থিতির কথা চিন্তা করলে দেখা যায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার ও নির্যাতন দিন দিন বেড়েই যাচ্ছে। কিন্তু এর জন্য সত্যিকার অর্থে আমরাই (হিন্দু ধর্মাবলম্বী) দায়ী। কেননা ঘরের দরজা খোলা রাখলে চোর তো ঘরে ঢুকবেই। সনাতন ধর্মাবলম্বীদের ভেতরে আজ নেই কোন সচেতনতা; নেই কোন ঐক্য। জনে জনে হিংসা বিদ্বেষ আমাদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে। Unity is strength অর্থাৎ একতাই বল। আমাদের ধর্মীয় ঐক্য গড়ে তুলতে হবে। নিজেদের অধিকার নিজেদেরকেই আদায় করতে হবে। সবাই একসাথে মিলেমিশে কাজ করলে এটা অসম্ভব কিছু নয়। তাই আপনি আপনার সাধ্যমত আমাদের সাহায্য সহযোগিতা করতে পারেন। যার মাধ্যমে তৈরি হবে সাম্প্রদায়িক ঐক্য দূর হবে বর্নপ্রথার মতো কুসংস্কার।

পরোক্ত সকল কথা বিবেচনা করে আমরা ২০১৪ সালে জাগো হিন্দু বাংলাদেশ নামে হিন্দু সমাজ সংস্কার মূলক একটি সামাজিক সংগঠনের সূচনা করি। তবে উক্ত সংগঠনে নানান জটিলতার কারনে উক্ত সংগঠনটিতে আমূল পরিবর্তন সাধন করতে হয়। মূলত সনাতন সমাজের সংস্কার ও একতা বৃদ্ধির জন্য উক্ত সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী ছিলাম। আবার জাগো হিন্দু বাংলাদেশ নামে আরো একটি সংগঠন থাকায় আমাদের প্রচার প্রচারণায় অসুবিধা দেখা দেয়। আর তাই উক্ত সংগঠনের মূল ধারাকে কেন্দ্র করে আমরা আমাদের সংগঠনের নাম পুনঃ সংস্কার করে অগ্নিবীর যুব সংঘ নামে সকল কার্যক্রম পরিচালনা করছি। তাই আমাদের সকল সহযোদ্ধাদের নির্দেশ দেয়া হলো নতুন নামে সকল কার্যক্রম পরিচালনা করার 🙂